নিজস্ব প্রতিবেদক :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি আর ১ ঘণ্টা মধ্যেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
সিঙ্গাপুরে জাতীয় পতাকায় মোড়ানো ওসমান হাদির মরদেহ বিমানে তোলার ছবি ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, দেশে পৌঁছানোর পর মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে জোহর নামাজের পর জানাজা শেষে ওসমান হাদির দাফন সম্পন্ন করা হবে।
এর আগে আজ দুপুর আড়াইটার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিমানবন্দর থেকে শাহবাগ পর্যন্ত রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানানো হয়, যাতে মরদেহ বহনের সময় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রাজধানীর বিজয়নগর কার্লভার্ট রোডে রিকশায় ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে একই দিন এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। রাজধানীর শাহবাগ মোড়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।