নিজস্ব প্রতিবেদক :
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছানোকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে বিমানবন্দর এলাকা ঘুরে দেখা যায়, প্রধান সড়ক থেকে শুরু করে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ টার্মিনালের প্রতিটি প্রবেশপথে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিমানবন্দর এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোতেও টহল দিতে দেখা গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের।
এ ছাড়া ভিআইপি গেট এলাকায় বাংলাদেশ বিমান বাহিনী ও আর্মড ফোর্স ব্যাটালিয়নের সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে দেখা গেছে। ওসমান হাদির মরদেহ যে ৮ নম্বর গেট দিয়ে বের করা হবে, সেই এলাকাতেও সেনাবাহিনী, আর্মড ফোর্স ব্যাটালিয়ন ও পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–৫৮৫ ফ্লাইটে করে ওসমান হাদির মরদেহ ঢাকায় আনা হচ্ছে। ফ্লাইটটি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন শরিফ ওসমান হাদি। এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।