নিজস্ব প্রতিবেদক :
সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. শামসুল হক টুকু এবং তার পরিবারের নামে ৩৭ কোটি ৩৯ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক জানায়, ৩ কোটি ৫৯ লাখ ২৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শামসুল হকের নামে মামলা অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া তার ছেলে এস এম আসিফ শামস, মেয়ে মিসেস মুমতাহিন মোস্তফা এবং মেয়ের জামাই এস এম নাসিফ শামস-এর সম্পদের জন্য পৃথক নোটিশ জারি করা হয়েছে।
দুদকের তথ্য অনুযায়ী, আসিফ শামসের সম্পদ ২৬ কোটি ৬৬ লাখ টাকার, মিসেস মুমতাহিনের ১ কোটি ৪৮ লাখ টাকার এবং নাসিফ শামসের ৫ কোটি ৬৪ লাখ টাকার, যা তাদের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। দুদক আইন ২০০৪-এর ধারা ২৬(১) অনুযায়ী তারা সম্পদ বিবরণী দাখিল করবেন।