স্পোর্টস ডেস্ক :
বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন। তবে তার দলের পারফরম্যান্স যথেষ্ট হয়নি, হারতে হয়েছে ৮ উইকেটে।
রিশাদ খেলায় শুরুতেই ঝালিয়ে দিয়েছেন উদ্বোধনী জুটি ভাঙা থমাস রজার্সকে, পরের ওভারে ফেরান জো ক্লার্ককেও। তিন ওভারে নেন ২ উইকেট, তবে ৩৩ রান খরচ করেছেন। এরপর তার দলের বাকি বোলাররা উইকেট নিতে ব্যর্থ হন।
মেলবোর্নের জয় নিশ্চিত করেন মার্কাস স্টইনিস ও ক্যাম্পবেল কেল্লাওয়ে, যারা দ্রুত দুই উইকেট হারানোর পর দলকে সহজ জয় এনে দেন। হোবার্টের ব্যাটসম্যানরা নির্ধারিত ১৫৯ রানের লক্ষ্য পূরণে ব্যর্থ হন।
রিশাদের ব্যতিক্রমী বোলিং সত্ত্বেও দলের হার, ভক্তদের জন্য মিলিয়েছে মিশ্র অনুভূতি।