নিজস্ব প্রতিবেদক :
মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. শামস আখতার (ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক) এবং ইসরাত জাহান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব। এছাড়া দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও মিয়ানমারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল শামস আখতার ই-পাসপোর্ট প্রকল্পের প্রযুক্তি ও এর সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ই-পাসপোর্ট সেবা প্রবাসী বাংলাদেশিদের জন্য আধুনিক, নিরাপদ ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করবে।”
প্রধান অতিথি রাষ্ট্রদূত ড. মনোয়ার হোসেন তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন। তিনি ই-পাসপোর্ট সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তরের সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত বলেন, “ই-পাসপোর্ট চালু হওয়ায় প্রবাসীদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট সম্পর্কিত প্রক্রিয়াগুলো আরও সহজ, দ্রুত ও নিরাপদ হয়ে গেছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ই-পাসপোর্ট ডেলিভারি স্লিপ বিতরণ করা হয়। পরে তারা দূতাবাসে স্থাপিত ই-পাসপোর্ট সিস্টেম পরিদর্শন করেন।