নিজস্ব প্রতিবেদক :
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর তার দেশে ফেরাকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে লন্ডনের বিমানবন্দরে বিদায় জানাতে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এ অনুরোধ জানান তারেক রহমান।
তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। একইসঙ্গে দীর্ঘ প্রায় ১৭–১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন। তবে আগামী ২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
দেশে ফেরার দিন লন্ডনের বিমানবন্দরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা হট্টগোল না হয়, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক করেন তারেক রহমান। তিনি বলেন, “২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাবো। কিন্তু এই ঘরে উপস্থিত প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ— সেদিন কেউ দয়া করে এয়ারপোর্টে যাবেন না।”
তিনি আরও বলেন, বিমানবন্দরে ভিড় হলে অপ্রয়োজনীয় হট্টগোল তৈরি হতে পারে, যা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি ও বিএনপির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে। এতে দেশের সুনাম এবং দলের সুনাম দুটোই ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, যারা তার এই অনুরোধ সম্মান করবেন এবং সেদিন বিমানবন্দরে যাবেন না, তাদের তিনি দল ও দেশের স্বার্থে দায়িত্বশীল হিসেবে বিবেচনা করবেন। আর নিষেধ সত্ত্বেও যারা সেখানে উপস্থিত হবেন, তাদের ব্যক্তিগত উদ্দেশ্যেই সেখানে গিয়েছেন বলে মনে করতে বাধ্য হবেন বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।