বিনোদন ডেস্ক :
বাংলাদেশি সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন গান ‘মেহেন্দি’ ইতিমধ্যেই দর্শক-শ্রোতার মধ্যে সাড়া ফেলেছে। টলিউডের গণ্ডি পেরিয়ে এবার সেই গানের উন্মাদনা পৌঁছে গেল বলিউডেও। কনার কণ্ঠে গাওয়া এই গানের তালে নেচেছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি।
সুরকার ও সংগীতশিল্পী সানজয়–এর তৈরি এই গানে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সানজয়। সেখানে দেখা যায়, ‘মেহেন্দি’ গানের ছন্দে প্রাণবন্ত নৃত্যে মেতেছেন নোরা ফাতেহি, আর তার সঙ্গে তাল মিলিয়ে নাচছেন সানজয় নিজেও।

ভিডিওটি প্রকাশের সময় ক্যাপশনে সানজয় লেখেন, ‘ওর হাতে মেহেন্দি’। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। নেটিজেনদের প্রশংসায় ভরে ওঠে কমেন্ট বক্স। নোরা ফাতেহিও নিজে কমেন্ট করে ভালোবাসার ইমোজি প্রকাশ করেছেন।
বাংলাদেশি গানের তালে নোরার এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভক্তরা। একজন মন্তব্য করেন, ‘বাংলা গানে নোরা—অবিশ্বাস্য সুন্দর মুহূর্ত!’ আরেকজন লেখেন, ‘বাংলা গান এভাবে বিশ্বমঞ্চে পৌঁছাচ্ছে, ভাবতেই গর্ব লাগে।’
উল্লেখ্য, মুক্তির পর থেকেই ‘মেহেন্দি’ গানটি টিকটক ও ইনস্টাগ্রাম রিলসে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। নোরা ফাতেহির এই নাচ যেন সেই জনপ্রিয়তাকে আরও এক ধাপ এগিয়ে দিল।