January 8, 2026, 2:25 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

আইপিএল নিলামে রেকর্ড দাম

স্পোর্টস ডেস্ক :

আইপিএল নিলামের আগেই আলোচনার কেন্দ্রে ছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। নিলামের দিন সেই আলোচনা রূপ নেয় রেকর্ডে— বিদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে নিলামের রোমাঞ্চ কাটতে না কাটতেই মাঠে নামা ম্যাচে হতাশ করেছেন এই তারকা।

মঙ্গলবার আইপিএল নিলামজুড়ে সবচেয়ে বেশি আলোচিত নাম ছিলেন গ্রিন। কিন্তু তার ঠিক পরদিনই ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় অ্যাশেজ টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। বুধবার অ্যাডিলেডে প্রথম দিনের খেলায় মাত্র দুই বল টিকে থাকতে পেরেছেন গ্রিন। জোফরা আর্চারের বল লেগ সাইডে খেলতে গিয়ে মিড উইকেটে ব্রাইডন কার্সের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে যান তিনি।

নিলামের আগে থেকেই গ্রিনকে ঘিরে তীব্র আগ্রহ দেখা যায় একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে। শুরুতে তাকে দলে নিতে প্রতিযোগিতায় নামে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। পরে লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে রেকর্ড দর হাঁকিয়ে গ্রিনকে দলে ভেড়ায় কেকেআর।

গ্রিনকে দলে নিতে বড় অঙ্কের অর্থ ব্যয় করলেও সন্তুষ্ট কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর। তিনি বলেন, “গ্রিনকে পেয়ে আমরা আনন্দিত। সে আমাদের পরিকল্পনার মধ্যেই ছিল। দাম কিছুটা বেড়ে গেলেও আমরা খুশি। অনেক সময় দর খুব বেশি বাড়লে ভিন্নভাবে ভাবতে হয়, তবে গ্রিনকে নিয়ে আমরা আশাবাদী।”

গ্রিনকে ঘিরে দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ভেঙ্কি আরও বলেন, “আমাদের নতুন পাওয়ার কোচ আন্দ্রে রাসেল একজন তরুণ অলরাউন্ডারের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। ব্যাট ও বল— দুই বিভাগেই গ্রিন কী করতে পারে, তা আমাদের জানা। আইপিএলে তার অভিজ্ঞতাও রয়েছে। সব মিলিয়ে সে আমাদের দলকে আরও শক্তিশালী করবে।”

তবে নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপি উঠলেও পুরো অর্থ গ্রিনের হাতে যাচ্ছে না। আইপিএলের এবারের নিলামের আগে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিশেষ নিয়ম করেছে বিসিসিআই। নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি খেলোয়াড়কে ১৮ কোটি রুপির বেশি পারিশ্রমিক দিতে পারবে না ফ্র্যাঞ্চাইজি। নিলামে এর চেয়ে বেশি দাম উঠলে অতিরিক্ত অর্থ জমা হবে খেলোয়াড় উন্নয়ন ও কল্যাণ তহবিলে।

সে অনুযায়ী, গ্রিন পাবেন ১৮ কোটি রুপি। নিলামে ওঠা অতিরিক্ত ৭ কোটি ২০ লাখ রুপি জমা পড়বে বিসিসিআইয়ের ক্রিকেটার কল্যাণ তহবিলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *