January 8, 2026, 2:27 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

১৪ কোটি ২০ লাখে আইপিএলের টিকিট পেলেন ২০ বছরের প্রশান্ত

স্পোর্টস ডেস্ক :

আইপিএল নিলামে অনভিষিক্ত পেসারদের সেটে বড় চমক দেখিয়েছেন ২০ বছর বয়সী প্রশান্ত বীর। মাত্র ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের এই তরুণ পেসারকে দলে নিতে তীব্র প্রতিযোগিতায় নামে ফ্র্যাঞ্চাইজিগুলো। শেষ পর্যন্ত ১৪ কোটি ২০ লাখ রুপিতে প্রশান্তকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। একই দামে চেন্নাই দলে নিয়েছে আরেক অনভিষিক্ত পেসার কার্তিক শর্মাকেও।

নিলামের শুরুতেই ডাকা হয় জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের নাম। তবে তাকে নিতে কোনো দল আগ্রহ দেখায়নি। নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে দল পান অভিজ্ঞ ব্যাটার ডেভিড মিলার। ২ কোটিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

নিলামের আগে থেকেই আলোচনায় থাকা ক্যামেরুন গ্রিনকে দলে ভেড়াতে শুরু হয় তুমুল লড়াই। প্রথমে আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। পরে লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

অভিষিক্ত অলরাউন্ডারদের সেটে গাস আটকিনসন, রাচিন রবীন্দ্র, লিয়াম লিভিংস্টোন ও উইয়ান মোল্ডার অবিক্রিত থাকেন। ভানিন্দু হাসারাঙ্গাকে ২ কোটিতে দলে ভেড়ায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আর ভেঙ্কেটেশ আইয়ার ৭ কোটিতে যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।

উইকেটকিপারদের সেটে কুইন্টন ডি কককে ১ কোটিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। বেন ডাকেট ২ কোটিতে যান দিল্লি ক্যাপিটালসে, আর ফিন অ্যালেন ২ কোটিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে রহমানুল্লাহ গুরবাজ, জনি বেয়ারস্ট্রো ও জেমি স্মিথ দল পাননি।

পেসারদের প্রথম সেটে বড় অঙ্কে দল পান শ্রীলঙ্কান গতিতারকা মাথিশা পাথিরানা। তাকে দলে নিতে লক্ষ্ণৌ, দিল্লি ও কলকাতার মধ্যে লড়াই হয়। শেষ পর্যন্ত ১৮ কোটি রুপিতে পাথিরানাকে দলে নেয় কলকাতা।

এছাড়া ২ কোটি ভিত্তিমূল্যে জ্যাকব ডাফিকে দলে নেয় বেঙ্গালুরু। এনরিখ নরকিয়া ২ কোটিতে যোগ দেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে। তবে ম্যাট হ্যানরি, স্পেন্সার জনসন, আকাশ দীপ, শিভম মাভি, জেরাল্ড কোয়েতজি ও ফজল হক ফারুকি দল পাননি।

স্পিনারদের সেটে রাহুল চাহার, মাহিশ থিকশানা ও মুজিব উর রহমান অবিক্রিত থাকেন। তবে রবি বিষ্ণইকে ৭ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। আর আকিল হোসেনকে ২ কোটিতে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *