স্পোর্টস ডেস্ক :
ফুটবলের জাদুকর লিওনেল মেসি ভারতে তিন দিনে চারটি শহর ঘুরলেও কোনো প্রদর্শনী ম্যাচ খেলেননি। ২০১১ সালে কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেললেও এবার মাঠে নামা হয়নি, মূলত আর্থিক ঝুঁকির কারণে।
মেসির বাঁ পা, যা তার খেলোয়াড়ি কৌশলের মূল, বিশেষ বিমার আওতায় আছে। এই বিমা অনুযায়ী, ক্লাব বা দেশের হয়ে খেলায় বা অনানুষ্ঠানিক ম্যাচে বাঁ পায়ে আঘাত হলে চিকিৎসার খরচ বিমা সংস্থা বহন করবে না। ভারতের প্রদর্শনী ম্যাচে পুরো সময় খেলার সুযোগও ছিল না মেসির, তাই ঝুঁকি এড়াতে তিনি মাঠে নামেননি।
ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু বাঁ পায়ের বিমার মূল্য প্রায় ৯০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার কোটি টাকা। প্রদর্শনী ম্যাচে খেলার সময় যদি আঘাত হয়, তাহলে চিকিৎসার জন্য কোনো আর্থিক সহায়তা নেই।

বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের শরীরের বিভিন্ন অংশ বিমা করা থাকে, যাতে মারাত্মক চোটের ক্ষেত্রে দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায়। এছাড়া এধরনের বিমা তাদের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করে। শর্ত ভঙ্গ হলে বিপুল আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে, যা মেসি নিতে চাননি।
ভারতের সফরে খেলা না হওয়ায় মেসি নিজের নিরাপত্তা এবং ভবিষ্যতের প্রস্তুতি উভয়ই নিশ্চিত করেছেন, বিশেষ করে আগামী বিশ্বকাপের আগে।