নিজস্ব প্রতিবেদক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই স্বাধীনতার শত্রুরাই আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তবে মুক্তিকামী, স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী জনগণ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং সেই যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয় ১৬ ডিসেম্বর। এ কারণেই দিনটি বিএনপি ও দেশের মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিজয় দিবসে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে তিনি দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষকের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন বলেও জানান।
তিনি আরও বলেন, এই সমাধিস্থলে দাঁড়িয়ে তারা শপথ নিয়েছেন—বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম অব্যাহত রাখবেন। একই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির চলমান আন্দোলন ও লড়াই আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রের আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। তিনি তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
একইসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বিদেশে অবস্থানরত তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে তারা প্রত্যাশা করছেন। তার দেশে প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন তিনি।