January 8, 2026, 2:27 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

মেসি বিতর্কে মুখ খুললেন শুভশ্রী গঙ্গুলী

বিনোদন ডেস্ক :

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে সরাসরি দেখতে না পাওয়ার ক্ষোভ এখনো কাটেনি ফুটবলপ্রেমীদের। ঠিক এমন আবহেই সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্কের জন্ম দেয় টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গুলীর একটি ছবি। মেসি যে হোটেলে অবস্থান করছিলেন, সেখানে গিয়ে তোলা সেই ছবিগুলো ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।

সাধারণ দর্শক ও ফুটবলপ্রেমীদের তীব্র প্রতিক্রিয়ার পর এবার ভিডিও বার্তায় পুরো ঘটনার ব্যাখ্যা দিলেন শুভশ্রী। তিনি জানান, ‘G.O.A.T ইভেন্ট’-এ তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিনোদন জগতের প্রতিনিধি হিসেবে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়সহ তিনি ওই অনুষ্ঠানে যোগ দেন।

শুভশ্রীর ভাষ্য, আমন্ত্রণ পাওয়ার পর নির্ধারিত সময়েই তারা মেসির হোটেলে যান। সেখানে মেসির সঙ্গে দেখা করে ছবি তোলা হয়। পরে আয়োজকদের পিআর টিমের পক্ষ থেকে যুবভারতীতে যাওয়ার অনুরোধ জানানো হয়। তাদের জন্য মাঠে আলাদা একটি নির্দিষ্ট তাঁবুর ব্যবস্থাও ছিল, যেখানে বসেই তারা অপেক্ষা করছিলেন।

অভিনেত্রী আরও জানান, ছবিগুলো যেসময়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে, তা তখনই দেওয়া হয়নি। ক্রীড়াঙ্গনে নেটওয়ার্ক জ্যামার থাকার কারণে পোস্ট করতে দেরি হয়। তিনি বলেন, মেসি সাড়ে ১১টার দিকে মাঠে প্রবেশ করেন এবং তখন যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, তা তিনি নিজ চোখেই দেখেছেন।

প্রযুক্তিগত সমস্যার কারণেই ছবিগুলো কিছু সময় পরে পোস্ট হয় বলে জানান শুভশ্রী। আর সেই দেরিতেই ছবিগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর শুরু হয় ট্রোলিং। অভিনেত্রীর অভিযোগ, তাকে প্রোপাগান্ডার অংশ বানিয়ে কটু ভাষায় আক্রমণ করা হয়েছে।

শুভশ্রী প্রশ্ন তুলে বলেন, “আমার ছবি তোলার জন্যই কি কেউ মেসিকে দেখতে পাননি? আমি কি মাঠের কোথাও উপস্থিত ছিলাম?”—এই প্রশ্নের মধ্য দিয়েই তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন এবং পুরো বিতর্কের ব্যাখ্যা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *