বিনোদন ডেস্ক :
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর—বাংলাদেশের গৌরব আর অহংকারের দিন। বিজয়ের আনন্দে যখন পুরো দেশ উচ্ছ্বসিত, তখন এই দিনটির অন্তর্নিহিত অর্থ ও ত্যাগের ইতিহাস নতুন করে তুলে ধরেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া।
বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে লাল-সবুজ পোশাকে নিজের একটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দেন পিয়া। তার লেখায় উঠে আসে স্বাধীনতার পেছনে থাকা রক্ত, ত্যাগ আর অগণিত স্বপ্নের গল্প।
পোস্টে তিনি লেখেন, ‘লাল-সবুজ কেবল দুটি রঙ নয়, এটি রক্ত আর স্বপ্নে লেখা একটি ইতিহাস। যাদের আত্মত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের ঋণ কখনো শোধ হওয়ার নয়।’
বিজয়ের সংজ্ঞা ব্যাখ্যা করতে গিয়ে ভিন্ন এক দৃষ্টিভঙ্গির কথাও জানান এই অভিনেত্রী। তার মতে, বিজয় মানে উল্লাস কিংবা অহংকার নয়; বরং আত্মত্যাগের প্রতি বিনয়ী স্বীকৃতি। তিনি লেখেন, ‘বিজয় মানে অহংকার নয়, বিজয় মানে মাথা নত করে কৃতজ্ঞ হওয়া।’
শেষে দেশের জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পিয়া বলেন, ‘শ্রদ্ধায় শহীদদের, ভালোবাসায় বাংলাদেশ। শুভ বিজয় দিবস।’