নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিজয় দিবসে একটি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার গৈড়লার টেক এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০ থেকে ১২ জন নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা আবু সালেহ মোহাম্মদ শাহরিয়ার শাহরু। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ, যুবলীগ নেতা জয়নাল আবেদিন রাসেল, আমানুল্লাহ শিমুল এবং ছাত্রলীগের মোরশেদ অভি, পার্থ, জানে আলম ও রুবেলসহ আরও কয়েকজন।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির দক্ষিণ জেলা শাখার সংগঠক তালহা রহমান বলেন, “যারা আমাদের ওপর হামলা চালিয়েছিল, তারা এখন প্রকাশ্যে কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে। এটি আমাদের জন্য লজ্জার বিষয়। দ্রুত তাদের আইনের আওতায় আনা উচিত।”
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, পুলিশের কাছে নিষিদ্ধ সংগঠনের এই কর্মসূচির কোনও পূর্বজ্ঞান ছিল না। তবে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।