January 10, 2026, 6:57 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ওসমান হাদির ওপর হামলায় ষড়যন্ত্রকারীদের কাউকেই ছাড় নয়: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দৃঢ়ভাবে বলেন, এই ষড়যন্ত্রে যারা জড়িত, তারা যেখানেই থাকুক না কেন— কাউকেই ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, “আজকের এই আনন্দঘন দিনে অত্যন্ত ব্যথিত হৃদয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি— জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি বাংলাদেশের অস্তিত্ব, গণতন্ত্র ও অগ্রযাত্রার ওপর সরাসরি আঘাত।”

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় শরীফ ওসমান হাদি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “সরকার এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের ইতোমধ্যে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। দেশবাসীকে আশ্বস্ত করছি— এই ষড়যন্ত্রে জড়িত কেউই আইনের বাইরে থাকবে না।”

অধ্যাপক ইউনূস স্পষ্ট ভাষায় বলেন, “পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয়, সন্ত্রাস কিংবা রক্ত ঝরিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না।”

ভাষণের শেষাংশে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সংযম বজায় রাখুন। কোনো ধরনের অপপ্রচার বা গুজবে কান দেবেন না। যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করব। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কখনোই ফিরে আসতে পারবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *