লাইফস্টাইল ডেস্ক :
শীতের সঙ্গে ত্বকের খসখসে সমস্যা যাঁরা ভোগেন, তাঁদের জন্য কিছু প্রাকৃতিক উপায় হতে পারে রক্ষা। শীতকালে ত্বক আর্দ্রতা হারায়, আর কেমিক্যালযুক্ত ফেসওয়াশের অতিরিক্ত ব্যবহার ত্বকের প্রাকৃতিক তেল ও পিএইচ ব্যালান্স নষ্ট করতে পারে। তবে ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করেই ত্বককে কোমল ও সুস্থ রাখা সম্ভব।
১. কাঁচা দুধ
শরীরকে পুষ্টি জোগানোর পাশাপাশি কাঁচা দুধ ত্বককে বাইরে থেকেও উপকার করে। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের জমে থাকা ময়লা দূর করে ত্বককে রাখে কোমল। ব্যবহার করতে, একটি পরিষ্কার তুলো কাঁচা দুধে ভিজিয়ে মুখে ধীরে ধীরে মাসাজ করুন। কিছুক্ষণ রেখে হালকা গরম পানিতে ধুয়ে নিন।
২. মধু ও লেবুর সংমিশ্রণ
মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের খসখসে ভাব কমাতে সাহায্য করে। এক চা চামচ মধুর সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে মুখে মাসাজ করুন। ৫–১০ মিনিট রেখে হালকা পানিতে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহার করলে ত্বক হয়ে ওঠে কোমল ও নরম।
৩. আলু
ঘরোয়া এই উপাদানও ত্বকের জন্য খুব কার্যকর। ডার্ক সার্কেল, সানবার্ন থেকে শুরু করে খসখসেভাব কমাতে আলু সাহায্য করে। একটি আলু খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। ত্বকে তার প্রভাব অবিলম্বে অনুভূত হবে।
শীতকালে কেমিক্যালের পরিবর্তে এই প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করে ত্বকের যত্ন নিন, আর বজায় রাখুন কোমলতা ও সতেজতা।