নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে ফুলের বাগানের কোনো ক্ষতি করা যাবে না। এই সিদ্ধান্ত সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে আরও বলা হয়েছে, ঢাকা গাবতলী থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য কোনও পোস্টার, ব্যানার বা ফেস্টুন স্থাপন করা যাবে না।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সকাল ১০টায় জমকালো এয়ার শো অনুষ্ঠিত হবে। এ আকাশ প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।