January 11, 2026, 3:32 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ঢাকা রিজেন্সিতে অনুষ্ঠিত হলো ‘বিজয় কিডস আর্ট কম্পিটিশন ২০২৫’

নিজস্ব প্রতিবেদক :

বিজয় দিবসের চেতনায় শিশুদের সৃজনশীলতা ও শিল্প প্রতিভা বিকাশের লক্ষ্যে ‘বিজয় কিডস আর্ট কম্পিটিশন ২০২৫’ আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রঙে-রেখায় ভরপুর এই আয়োজনে শিশু শিল্পীরা তাদের কল্পনার তুলিতে তুলে ধরেছে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম ও বাঙালির ঐতিহ্য।

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণবন্ত ও স্মরণীয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় দিবসের তাৎপর্য শিশুদের মধ্যে তুলে ধরা এবং শিল্পচর্চায় আগ্রহ বাড়ানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে বিজয়ী শিশুদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় রিওয়ার্ড স্পন্সর হিসেবে সহযোগিতা করে হাতবাক্স, বোম্বে সুইটস, ফেবার-ক্যাস্টেল ও রুম টু রিড। তাদের সহায়তায় শিশুদের আনন্দ ও উৎসাহ আরও বেড়ে যায়।

বিজয়ীদের পুরস্কার প্রদান করেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের এক্সিকিউটিভ ডিরেক্টর ও ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট ইন চার্জ) শাহিদ হামিদ এফআইএইচ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মাহমুদ হাসান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পিআর অ্যান্ড কমিউনিকেশন) দেওয়ান ফারহানা মাসুক ইরা এবং ঢাকা রিজেন্সির অন্যান্য কর্মকর্তারা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিশুকে সনদ প্রদান ও শুভেচ্ছা জানানো হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ভবিষ্যৎ প্রজন্মের সৃজনশীল বিকাশের পাশাপাশি জাতীয় দিবস উদযাপনে সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতা অব্যাহত রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *