স্পোর্টস ডেস্ক :
পিঠের অস্ত্রোপচারের পর গত জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটার হিসেবে ফেরেন ক্যামেরন গ্রিন। তবে চলমান অ্যাশেজ সিরিজে তিনি বোলিংও করছেন, অর্থাৎ খেলছেন অলরাউন্ডার হিসেবে। তবুও এবারের আইপিএল নিলামে তাকে শুধু ‘ব্যাটার’ ক্যাটাগরিতে দেখা গেছে।
নিলামের দুই দিন আগে গ্রিন সাংবাদিকদের নিশ্চিত করেছেন, মূলত তার ম্যানেজারের প্রশাসনিক ভুলের কারণে এমন বিভ্রান্তি হয়েছে। তিনি জানিয়েছেন, বোলিং করার জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত এবং নিজেকে অলরাউন্ডার হিসেবে দেখাতে চাইতেন।
গ্রিন এবারের নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে থাকছেন। ২০২৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্স এবং পরের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে খেলেছেন তিনি। তবে পিঠের অস্ত্রোপচারের কারণে গত আসরে খেলতে পারেননি। এবারের মিনি অকশনে গ্রিন আলোচনার কেন্দ্রবিন্দু, ধারণা করা হচ্ছে মঙ্গলবারের নিলামে তিনিই হতে যাচ্ছেন সবচেয়ে দামি খেলোয়াড়। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের কাছে সবচেয়ে বেশি বাজেট থাকার কারণে সম্ভাবনা বেশি, যারা ধরে রাখা ও ছাড়ার তালিকা চূড়ান্ত করেছে।
ব্যাটার হিসেবে নাম নিবন্ধন করা হওয়ায় নিলামের অনুষ্ঠানে প্রথম ছয় খেলোয়াড়ের মধ্যে থাকবেন গ্রিন। তিনি বলেন, “আমি জানি না আমার ম্যানেজার এটা শুনতে পছন্দ করবে কি না, কিন্তু এটি তার পক্ষ থেকে ভুল। সে ব্যাটার বোঝাতে চায়নি, মনে হয় দুর্ঘটনাবশত ভুল বক্সে টিক দিয়েছে। যেভাবে সব হয়েছে, তা বেশ মজার। কিন্তু আসলে ভুল হয়েছে তার দিক থেকেই। আমি বল করার জন্য ভালোভাবে প্রস্তুত।”
নিলাম দেখবেন কি না প্রশ্নে গ্রিন বলেন, “আমি নিশ্চিতভাবে দেখব, আরও কয়েকজনের সঙ্গে। এটা সবসময় মজার, অনেকটা লটারির মতো—কোন দলে যাবেন, আপনার দলে কে থাকতে পারে, এটা সবসময় দেখা মজার।”
আন্তর্জাতিক ক্রিকেটে গ্রিন ৬৮ উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনবার ফাইভারসহ মোট ৮০ উইকেট নিয়েছেন এই ডানহাতি ফাস্ট বোলার। সব মিলিয়ে তার দখলে আছে ১৩৮ উইকেট।