নিজস্ব প্রতিবেদক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দেশের শত্রুরা নতুন করে হত্যাকাণ্ডে লিপ্ত হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এমন ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, “আমরা আশঙ্কা করছি, এইরকম আরও ঘটনা ঘটতে পারে।”
তিনি জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় তার পক্ষ থেকে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকেও তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।
মির্জা ফখরুল আরও বলেন, “আমি শপথ নিয়েছি, যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে।”
তিনি স্মরণ করান, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসরদের যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকসহ অনেক বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। এই পরিকল্পিত হত্যাকাণ্ড দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের জীবন কেড়ে নিয়েছিল।
মির্জা ফখরুল বলেন, “এই দিনে জাতি বারবার সেই শ্রেষ্ঠ সন্তানদের কথা স্মরণ করবে এবং স্বাধীনতার চেতনা এগিয়ে নেবে।”