নিজস্ব প্রতিবেদক :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের শেকড় যতই শক্তিশালী হোক না কেন, তাদের উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক হাদি বর্তমানে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল দাবি করেন, হাদির ওপর গুলির ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং আসন্ন নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রের অংশ। তাঁর ভাষায়, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকে ধ্বংস করতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। তবে এসব ষড়যন্ত্র কখনোই সফল হবে না।
তিনি আরও বলেন, সরকার ও নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ। আগামী নির্বাচনে দেশের মানুষ নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
শেষে অ্যাটর্নি জেনারেল দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়া এবং আহত শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।