স্পোর্টস ডেস্ক :
ভারত সফরে লিওনেল মেসি মুদ্রার উভয় দিকই দেখলেন—কলকাতার অগোছালো আয়োজন তাকে বিরক্ত করলেও হায়দরাবাদে সফলভাবে সময় কাটালেন। হায়দরাবাদ সফরের পর মেসি এবার মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
মুম্বাইতে তার দিনের সূচি বেশ ব্যস্ত। ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় অংশ নেবেন প্রদর্শনীমূলক ‘প্যাডেল কাপ’-এ। বিকেল ৫টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রদর্শনী ফুটবল ম্যাচে মাঠে নামবেন। এ সময়ে বলিউড তারকাদের সঙ্গে ৭-সাইড ম্যাচ হবে এবং মেসি ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
রাত ৮টার পর মুম্বাই সফরের শেষ অংশে অনুষ্ঠিত হবে ব্যক্তিগত চ্যারিটি ফ্যাশন শো। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের স্মারক নিলামে তোলা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জন আব্রাহাম, করিনা কাপুর খান, জ্যাকি শ্রফসহ অন্যান্য বলিউড তারকারা।
মেসির সঙ্গে থাকবেন সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। ব্যক্তিগত বিমানে হায়দরাবাদ থেকে মুম্বাইতে পৌঁছেছেন তিনি। শোনা যাচ্ছে, ভারতের ব্যাটিং লেজেন্ড বিরাট কোহলির সঙ্গে সাক্ষাৎও হতে পারে, যদিও সময় নির্ধারিত হয়নি।
পুরো সফরের লক্ষ্য: ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানো, প্রদর্শনী খেলায় অংশ নেওয়া এবং চ্যারিটি কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা তুলে ধরা।