স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ ঘিরে চলমান বিতর্কের মধ্যেই মাঠে গড়াল প্রথম বিভাগ ক্রিকেট লিগ। বর্তমান বিসিবি কমিটির অধীনে সব ধরনের লিগ বর্জনের ঘোষণা দেওয়ায় ঢাকার শীর্ষ ক্লাবগুলোর একটি অংশ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না।
রোববার থেকে শুরু হওয়া লিগে মোট ২০টি দলের মধ্যে ৮টি ক্লাব অংশগ্রহণ থেকে বিরত রয়েছে। এর ফলে অসম্পূর্ণ অংশগ্রহণ নিয়েই প্রতিযোগিতা শুরু হলো।
এর আগে শনিবার বয়কট করা আট ক্লাবের ক্রিকেটাররা সব দলকে অন্তর্ভুক্ত করে লিগ আয়োজনের দাবিতে বিসিবিতে স্মারকলিপি দেন। একই সময়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন করা হয়। এ ছাড়া বিসিবি কার্যালয়ের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনও করেন ক্রিকেটাররা।
গত মৌসুমে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে খেলা ক্রিকেটার আসাদুজ্জামান প্রিন্স বলেন, “২০ দল নিয়েই প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করতে হবে। তা না হলে সব ক্রিকেটারকে নিয়ে একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করা উচিত।”
পারিশ্রমিকের বৈষম্যের অভিযোগ তুলে তিনি আরও বলেন, “১২ দলের ক্রিকেটাররা ভালো পারিশ্রমিকে খেলবে, আর বাকিরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নামে মাত্র ৫০–৬০ হাজার টাকা পারিশ্রমিক পাবে—এটা স্পষ্ট বৈষম্য।”
ক্রিকেটারদের দাবির বিষয়ে বিসিবির পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি বলে জানান প্রিন্স। তিনি বলেন, “বিসিবি সভাপতি দেশের বাইরে থাকায় তারা এখনই আমাদেরকে কোনো আশ্বাস দিতে পারছেন না। আমাদের জন্য কী করা হবে বা আর্থিকভাবে কী ধরনের সহায়তা দেওয়া সম্ভব—সে বিষয়ে তারা দায়িত্ব নিয়ে কিছু বলছেন না।”