নিজস্ব প্রতিবেদক :
সারা দেশে আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন অফিসগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) পুলিশকে নির্দেশ দিয়েছে।
নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত চিঠি দেশের আইজিপি-কে পাঠান।
চিঠিতে উল্লেখ করা হয়, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি হওয়ার পর কিছু দুর্বৃত্ত জেলা নির্বাচন অফিস, লক্ষ্মীপুর এবং উপজেলা নির্বাচন অফিস, মঠবাড়িয়া (পিরোজপুর) এলাকায় অগ্নিসংযোগ করেছে। এ কারণে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি মালামাল ও যন্ত্রপাতি সংরক্ষিত অফিসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক বলে ইসি মনে করছে।
ইসি আরও নির্দেশ দিয়েছে, আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন অফিসগুলোর কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েনের ব্যবস্থা নেওয়া হোক।
চিঠিতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।