স্টাফ রিপোর্টার:
রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার আগে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হামলার বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল—এমন দাবি করেছেন নিজেকে সাবেক ‘র্যাব সদস্য’ পরিচয় দেওয়া এক ব্যক্তি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই ব্যক্তি বলেন, তিনি র্যাব-১০–এ যাত্রাবাড়ী এলাকায় প্রায় তিন বছর দায়িত্ব পালন করেছেন এবং সেই সময় থেকেই বিভিন্ন তথ্যসূত্র বা ‘সোর্স’ রক্ষা করে আসছেন। ভিডিওতে তিনি দাবি করেন, হামলার দুই দিন আগে একটি সূত্র থেকে তিনি জানতে পারেন যে, ‘মাইরের সিরিয়ালে এখন হাদি’।
ভিডিওতে আরও বলা হয়, সম্ভাব্য হামলার তথ্য পেয়ে তিনি ব্যক্তিগতভাবে হাদির কার্যালয়ে গিয়ে একাধিকবার সতর্ক করার চেষ্টা করেন। হাদি বিষয়টি গুরুত্ব না দেওয়ায় তিনি নিজেই সিদ্ধান্ত নেন কয়েক দিন তার সঙ্গে থাকার। তবে শুক্রবার সকালে উত্তরা থেকে রওনা হলেও মেট্রোরেল বন্ধ থাকায় দেরি হয় এবং পথে থাকতেই হামলার খবর পান বলে দাবি করেন তিনি। যদিও ভিডিওতে দেওয়া বক্তব্যের সত্যতা এবং ওই ব্যক্তির র্যাব পরিচয় এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছিলেন এবং এ উপলক্ষে টানা নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহীরা তাকে গুলি করে। আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, গুলিটি বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে গিয়ে হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে।