নিজস্ব প্রতিবেদক :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন। শনিবার (__) বেলা সাড়ে ১১টার দিকে তারা যমুনায় প্রবেশ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি অভিযোগ করেন, হামলার পরও দ্রুত পদক্ষেপ না নেওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, বিজয়নগরের ওই হামলার সঙ্গে জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং যেকোনো সময় আসামিদের আটক করা হতে পারে।