অনলাইন ডেস্ক :
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তরা গুলি চালিয়ে ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুরুতর আহত করেছে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক মাধ্যমে তিনজনকে চিহ্নিত করে তাদের ধরানোর আহ্বান জানান। তিনি বলেন, “এই তিনজনকে যেকোনো মূল্যে ধরিয়ে দিন। জনগণই ইনকিলাব কর্মী, আপনাদের উপরই দায়িত্ব।”
ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা দাবি করেছেন, হামলাকারীরা দুই সপ্তাহ আগে হাদির প্রচারণা টিমে যোগ দিয়েছিল। তারা মোটরসাইকেলে এসে হামলা চালায় এবং কয়েকদিন প্রচারণায় অংশ নেওয়ার পর অদৃশ্য হয়ে যায়।
এ পর্যন্ত প্রশাসন বা অন্য কোনো কর্তৃপক্ষ হামলার পেছনের উদ্দেশ্য বা হামলাকারীদের পরিচয় প্রকাশ করেনি। বিভিন্ন পক্ষ উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।