স্পোর্টস ডেস্ক :
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট তুলে সবাইকে মুগ্ধ করা রিশাদ হোসেন এবার বিগ ব্যাশে অভিষেকের অপেক্ষায়। বিপিএলের কারণে আগেরবার ছাড়পত্র না পাওয়া এই তরুণ লেগ স্পিনার ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছেছেন এবং হোবার্ট হারিকেন্সের জার্সিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
রিশাদ খেলার আগের দলেই থাকছেন—হোবার্ট হারিকেন্স, যারা গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল। ৯ ডিসেম্বর তিনি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে দেশে থেকে রওনা দেন।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় হোবার্টের জার্সি পরে ছবি পোস্ট করে রিশাদ লিখেছেন, “অবশেষে হোবার্ট হারিকেন্সের জার্সি গায়ে জড়িয়েছি। অসাধারণ অনুভূতি! পুরো ফোকাস এখন খেলায়।”
বিগ ব্যাশ ২০২৫ এর আসর শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স ও সিডনি সিক্সার্স। হোবার্ট হারিকেন্স তাদের প্রথম ম্যাচ খেলবে ১৬ ডিসেম্বর, সিডনি থান্ডারের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে হোবার্টের হোম গ্রাউন্ড, বেল্লিরিভে ওভালে।