নিজস্ব প্রতিবেদক :
পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছে হিমাদ্রি লিমিটেড। ১০ টাকার অভিহিত মূল্যের এই শেয়ার এক সময় কারসাজির মাধ্যমে প্রায় ৯ হাজার টাকায় পৌঁছেছিল। ছোট মূলধনী এই কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ২ কোটি ৬৩ লাখ টাকা। সম্প্রতি কোম্পানি কর্তৃপক্ষ ১০০ শতাংশ স্টক লভ্যাংশের মাধ্যমে এই মূলধন দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছিল।
কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানির এই প্রস্তাবে অসম্মতি জানিয়েছে। কমিশন জানিয়েছে, প্রস্তাবিত স্টক লভ্যাংশের মাধ্যমে মূলধন বৃদ্ধি বর্তমান পরিস্থিতিতে সম্ভব নয়। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানির অবাস্তব সম্পদ, করের দায় ও মূলধন রিজার্ভ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএসইসি।
এবারের অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮১ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ৩ টাকা ৪২ পয়সা। কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV) বেড়ে দাঁড়িয়েছে ৫২২ টাকা ৮৭ পয়সায়।
পুঁজিবাজারের ইতিহাসে ১০ টাকার শেয়ার দামের এমন উল্লম্ফন অন্য কোনো শেয়ারে দেখা যায়নি। কারসাজির ফলে শেয়ারটির দাম এক সময় ৮,৯৪১ টাকায় পৌঁছেছিল। তৎকালীন ঘটনায় এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১ কোটি ৭০ লাখ টাকা জরিমানা করেছিল বিএসইসি।
সাম্প্রতিক সময়ে পরিশোধিত মূলধন বৃদ্ধির ঘোষণা জানালে হিমাদ্রির শেয়ার দরের চমকপ্রদ ওঠানামা দেখা গেছে। শেয়ারদর ৫০৪ টাকা থেকে ৭২৯ টাকা পর্যন্ত উঠে যায়। গতকাল লেনদেন শেষে শেয়ারদর দাঁড়িয়েছে ৬৮৮ টাকা ৯০ পয়সায়। আজ বুধবার বেলা দেড়টা পর্যন্ত শেয়ারদর প্রায় ৬ শতাংশ বা ৪১ টাকা বেড়ে ৭২৯ টাকা ৯০ পয়সায় উঠেছে।