January 7, 2026, 11:04 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

যেভাবে বুঝবেন আপনার স্মার্টফোনের আয়ু শেষের পথে

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

যোগাযোগ, বিনোদন, অফিসের কাজ থেকে নেভিগেশন—সবকিছুতেই এখন স্মার্টফোন অপরিহার্য। তাই ডিভাইসটি কখন অচল হওয়ার পথে তা আগে থেকেই বুঝে রাখা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি স্পষ্ট লক্ষণ দেখলেই ধারণা পাওয়া যায় ফোনটি তার ‘শেষ বয়সে’ পৌঁছে যাচ্ছে।

ব্যাটারির আচরণ বদলে যাওয়া: প্রথম সতর্কবার্তা

ফোন নষ্ট হওয়ার সবচেয়ে সাধারণ লক্ষণ ব্যাটারি সমস্যা। খুব দ্রুত চার্জ কমে যাওয়া, দিনে বারবার চার্জ দিতে হওয়া, ২০–৩০% চার্জ থাকা অবস্থায় হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, ব্যাটারি ফুলে যাওয়া বা ফোন অতিরিক্ত গরম হওয়া, এসবই ইঙ্গিত দেয় ডিভাইসটি আর স্বাভাবিক অবস্থায় নেই। অ্যান্ড্রয়েড ফোনে Battery Status এবং আইফোনে Battery → Battery Health & Charging এ গিয়ে ব্যাটারির প্রকৃত অবস্থা জানা যায়।

পারফরম্যান্সে ধীরগতি

ফোনের প্রসেসর দুর্বল হয়ে গেলে পারফরম্যান্সও কমে যায়। অ্যাপ ওপেন হতে সময় লাগা, কিবোর্ডে টাইপ করতে ল্যাগ, টাস্ক সুইচিংয়ে হ্যাং, এই আচরণগুলো ফোনের বয়স বাড়ার সরাসরি ইঙ্গিত। স্টোরেজ সমস্যাও এর বড় কারণ। ফাইল মুছেও যদি বারবার Storage Full দেখায়, তবে ফোনটি আর স্বাভাবিকভাবে কাজের উপযোগী নেই বলেই ধরে নিতে হবে।

সফটওয়্যার আপডেট বন্ধ হয়ে যাওয়া

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক স্মার্টফোনেই আর সফটওয়্যার আপডেট আসে না। এতে— নিরাপত্তা ঝুঁকি বাড়ে, ব্যাংকিং ও সোশ্যাল মিডিয়া অ্যাপ ভালোভাবে চলে না, হ্যাকিংয়ের সম্ভাবনা বেড়ে যায়, ফোন দীর্ঘদিন আপডেট না পেলে বুঝতে হবে এটি আধুনিক অ্যাপের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। উপরের লক্ষণগুলো নিয়মিত দেখা দিলে ধরে নিতে হবে আপনার স্মার্টফোন তার আয়ুর শেষ ধাপে। সময়মতো সমস্যা শনাক্ত করতে পারলে ডেটা সুরক্ষা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাজের ব্যাঘাত—সবকিছুই সহজে সামাল দেওয়া সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *