জেডটিভি বাংলা ডেস্ক :
দেশের ওষুধ, আবাসন ও কেমিক্যাল শিল্পের অন্যতম সফল উদ্যোক্তা মো. এবাদুল করিম আর নেই।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বাদ আসর গুলশান সোসাইটি মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
মো. এবাদুল করিম ছিলেন— বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি), দেশের শীর্ষ সাবান ও প্রসাধনী উৎপাদনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যালস কো. (বিডি) লিমিটেড-এর পরিচালক, বীকন ডেভেলপমেন্ট লিমিটেড-এর এমডি। তাঁর মৃত্যুতে দেশের ব্যবসায়ী মহলে নেমে এসেছে গভীর শোক। স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পরই তিনি ব্যবসায় অঙ্গনে প্রবেশ করেন। শক্তিশালী নেতৃত্ব, সৃজনশীল চিন্তা ও অনন্য ব্যবস্থাপনার মাধ্যমে তিনি দ্রুত শীর্ষস্থানীয় উদ্যোক্তাদের কাতারে উঠে আসেন।
ওষুধ শিল্পে বৈপ্লবিক অবদান
বীকন ফার্মার নেতৃত্বে তিনি— উচ্চপ্রযুক্তিনির্ভর ওষুধ উৎপাদন, বিশেষ করে ক্যান্সার চিকিৎসার আধুনিক ওষুধ তৈরি, আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থা প্রতিষ্ঠা—এই ক্ষেত্রগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ কারণে বীকন দেশের ফার্মাসিউটিক্যাল খাতে অন্যতম অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পায়।
কেমিক্যাল ও রিয়েল এস্টেট খাতে সমান সফলতা
কোহিনূর কেমিক্যালস-এর পরিচালক হিসেবে তিনি দেশের সাবান ও টয়লেট্রিজ শিল্পকে আধুনিকতার পথে এগিয়ে নেন। আবাসন খাতে বীকন ডেভেলপমেন্টের মাধ্যমে আধুনিক রিয়েল এস্টেট সেক্টরেও রেখেছেন উল্লেখযোগ্য অবদান। ব্যবসায়ী সংগঠন, শিল্পমহল ও সহকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সবাই।