ধর্ম ডেস্ক :
মিশরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৭০টি মুসলিম দেশের হাফেজদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। এটি তার তৃতীয় আন্তর্জাতিক শিরোপা।
বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় প্রতিযোগিতার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন হাফেজ আনাসের ওস্তাদ হাফেজ নেছার আহমদ আন-নাছিরী।
ওস্তাদ নাছিরী জানান, গত শনিবার (৭ ডিসেম্বর) কায়রোতে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। চার দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ আয়োজনে অংশ নেয় বিশ্বের ৭০ দেশ। সবার মধ্যে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে প্রথম হন বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হাফেজ আনাস।
এর আগে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম হয়ে আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের সুযোগ পান তিনি।
আনাসের মাদ্রাসা সূত্র জানায়, তাকে স্বাগত জানাতে আগামী শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরব ও লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও চ্যাম্পিয়ন হয়েছিলেন হাফেজ আনাস। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের সন্তান এই তিনবারের বিশ্বচ্যাম্পিয়নকে ঘিরে শিক্ষাঙ্গনসহ দেশজুড়ে অভিনন্দনের বন্যা বইছে।