নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, শিক্ষা, প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে আলজেরিয়া। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকায় আলজেরিয়া দূতাবাসের আয়োজিত অনুষ্ঠানে এই মনোভাব ব্যক্ত করেন রাষ্ট্রদূত আব্দেলওয়াহাব সাইদানি।
আলোচনা শুরু হয় ১৯৬০ সালের বিক্ষোভ দিবস স্মরণে অনুষ্ঠানে আলজেরিয়ার জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালন দিয়ে। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
রাষ্ট্রদূত সাইদানি বলেন, “শার্ল দ্য গোলের সীমিত স্বায়ত্তশাসনের ‘থার্ড ওয়ে’ প্রস্তাব প্রত্যাখ্যান করে আলজেরিয়ানরা যে বিক্ষোভে অংশ নিয়েছিলেন, তা স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক যুগান্তকারী মোড় এনেছিল। ফরাসি বাহিনীর দমন-পীড়ন ও গণহত্যা সেই আন্দোলনকে আরও তীব্র করে এবং আন্তর্জাতিক অঙ্গনে আলজেরিয়ার দাবি জোরালো করে।”
তিনি আরও বলেন, আলজেরিয়ার বর্তমান উন্নয়ন, উদ্ভাবন, যুবশক্তি ও অর্থনৈতিক অগ্রগতি শহীদদের ত্যাগের প্রতিফলন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আলজেরিয়ার সংগ্রামের মিল তুলে ধরে তিনি দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রদর্শিত হয় ১৯৬০ সালের বিক্ষোভের প্রামাণ্যচিত্র, যা আলজেরিয়ার স্বাধীনতার জন্য আত্মদানকারী বীরদের স্মরণ করায়।
দূতাবাস জানিয়েছে, কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ-আলজেরিয়ার বন্ধুত্ব আরও গভীর করতে তাদের উদ্যোগ অব্যাহত থাকবে।