নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের (বিএনএসকে) নির্বাহী পরিচালক ও মানবাধিকার রক্ষক সুমাইয়া ইসলাম ২০২৫ সালের ফ্রাঙ্কো-জার্মান মানবাধিকার ও আইনের শাসন পুরস্কার অর্জন করেছেন।
ঢাকায় ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের নিযুক্ত ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে ও ড. রুডিগার লোটজ তাকে এই সম্মাননা প্রদান করেন।
সুমাইয়া ইসলামের দীর্ঘদিনের ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে, যেখানে তিনি অভিবাসী নারী শ্রমিক, যৌনকর্মী, তৃতীয় লিঙ্গের মানুষ এবং অন্যান্য সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় অবদান রেখেছেন।
পুরস্কার গ্রহণের সময় সুমাইয়া ইসলাম বলেন, “এটি আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই স্বীকৃতি আমাদের কাজকে আরও শক্তিশালী করবে এবং নারী অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষায় আমাদের উদ্যোগকে এগিয়ে নিতে সহায়তা করবে।”
ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে মন্তব্য করেন, “নারীর অধিকার ছাড়া মানবাধিকার সম্ভব নয়। আমরা আশা করি সুমাইয়া ইসলামের কাজ অন্যদেরও মানবাধিকার ও লিঙ্গ সমতা অগ্রগতিতে অনুপ্রাণিত করবে।”
জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, “তৃণমূল মানবাধিকার রক্ষকরা অধিকার সুরক্ষা, জবাবদিহিতা বৃদ্ধি এবং উপেক্ষিতদের কণ্ঠস্বর তুলে ধরতে অপরিহার্য ভূমিকা পালন করেন।”
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ফ্রান্স ও জার্মানি আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা রক্ষায় অবদান রাখা ব্যক্তিদের এই সম্মাননা প্রদান করে আসছে।