স্টাফ রিপোর্টার :
পদত্যাগকারী দুই উপদেষ্টাকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। একই সঙ্গে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত না হলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর বিজয়নগরস্থ আল রাজী কমপ্লেক্সের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি তোলে।
সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান বলেন, “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক উপদেষ্টা ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না। সরকারের শেষ সময়ে এসে পদত্যাগ করে প্রার্থী হওয়া জাতির সঙ্গে প্রতারণা। যে সরকারের অধীনে নির্বাচন, সেই সরকারের সদ্য সাবেক উপদেষ্টারাই প্রার্থী—এ অবস্থায় নির্বাচন কীভাবে নিরপেক্ষ হবে?”
তিনি আরও দাবি করেন, পদত্যাগকারী উপদেষ্টাদের বিরুদ্ধে নির্বাচনী এলাকায় অস্বাভাবিক বরাদ্দ অনুমোদন, প্রভাব খাটিয়ে ভোটার হওয়া ও অস্ত্রের লাইসেন্স নেওয়াসহ নানা অভিযোগ রয়েছে।
সংগঠনের সভাপতি মনজুর মুরশেদ মামুন বলেন, “কিছু উপদেষ্টাকে জনগণ টেন পার্সেন্ট উপদেষ্টা বলে ডাকে। আমরা বারবার দুদককে তদন্ত প্রতিবেদন প্রকাশ ও উপদেষ্টাদের অবৈধ সম্পদ অনুসন্ধানের অনুরোধ জানিয়েছি। কিন্তু দুদক কোনো পদক্ষেপ নেয়নি, তারা কার্যত নিষ্ক্রিয় হয়ে গেছে।”
তিনি জানান, আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনে স্বারকলিপি দেওয়া হবে—দুর্নীতির মামলায় অভিযুক্ত কোনো উপদেষ্টা বা ব্যক্তি যেন অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নিতে না পারে।
এ সময় তিনি সতর্ক করে বলেন, “৭ দিনের মধ্যে দুদকের দৃশ্যমান পদক্ষেপ না থাকলে আমরা দুদক ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”