বিনোদন ডেস্ক :
শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী প্রকাশ করলেন তার নতুন একক গান ‘তুমিহীনা’। গতকাল (১০ ডিসেম্বর) গানটি মুক্তি পেয়েছে নদীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন নদী নিজেই; লেখায় সহযোগিতা করেছেন হৃদয় হাসিন ও হেমা।
গান–সুর–মিউজিক সবকিছুতেই নদীর সম্পৃক্ততা
সুর: নদী ও হৃদয় হাসিন, মিউজিক অ্যারেঞ্জমেন্ট: হৃদয় হাসিন, রিদম প্রোগ্রামিং: সায়েম রহমান, মিউজিক ভিডিও নির্মাণ: সোহেল রাজ, মডেল: নদী
গানটি বিশেষ কেন—বললেন নদী
নদীর ভাষায়— “এই গানটি আমার কাছে খুবই বিশেষ। অনেক সময় শিল্পীরা নিজেদের মতো করে কাজ করতে পারেন না। কিন্তু ‘তুমিহীনা’তে আমি আমার পছন্দ, অনুভূতি আর সৃজনশীলতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। কথা, সুর থেকে ভিডিও—সবকিছুতেই নিজের ভালো লাগা অনুসরণ করেছি।” তিনি জানান, গানটি নির্মিত হয়েছে তার নিজস্ব ব্যানার ‘নদীমাতৃক প্রোডাকশন’ থেকে। ইউটিউব ছাড়াও শিগগিরই স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে গানটি।
নদীর জনপ্রিয় গানগুলো
নদীর কণ্ঠে প্রকাশিত যে গানগুলো ইতিমধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে—‘জলছায়া’, ‘নিঃশ্বাস’, ‘রঙিলা আকাশ’, ‘অচিনপুর’, ‘মুগ্ধতা’, ‘আমারতো কেউ নেই তুমি ছাড়া’, ‘দেশি গার্ল’, ‘হারানো যাবে না’, ‘কথা দিলাম’, ‘তোমাকে দেব না হারাতে’, এবং পোড়ামন ২–এর জনপ্রিয় গান ‘সুতো কাটা ঘুড়ি’।