বিনোদন ডেস্ক :
রায়হান রাফির দীর্ঘ প্রতীক্ষিত চলচ্চিত্র ‘নূর’ অবশেষে ১১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ওটিটিতে। মুক্তির আগে ছবিটি ঘিরে গুঞ্জন, বিতর্ক এবং ব্যক্তিজীবন নিয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন নায়ক আরিফিন শুভ। শুভ জানান, ‘নূর’ মুক্তিতে চার বছরের দীর্ঘ অপেক্ষা ছিল নির্মাতা ও প্রযোজকদের সিদ্ধান্তের কারণে। তিনি বলেন, “আমার একটাই ইচ্ছা—সিনেমাটি যেভাবেই হোক দর্শকের কাছে পৌঁছাক।”
গল্প নিয়ে প্রশ্নে শুভর ব্যাখ্যা— “‘নূর’ কোনো সময়ের গল্প না, এটা অনুভূতির গল্প। প্রেম যুক্তি মানে না, সময়ও মানে না—তাই দর্শকও গল্পটিকে সময় ধরে বিচার করবে না।” সিনেমার একটি গানে নায়িকা ঐশীর সঙ্গে চুমুর দৃশ্য নিয়ে শোবিজে আলোচনা চলছে। এ বিষয়ে শুভ স্পষ্টভাবে বলেন— “চরিত্র যদি দাবি করে, একজন অভিনেতা হিসেবে প্রয়োজনীয় যেকোনো কিছুই করব। আলোচনার জন্য নয়, গল্পের প্রয়োজনেই দৃশ্যটি করেছি।”
ঐশীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও মন্তব্য করেন তিনি। শুভর ভাষায়— “যদি সত্যি হতো, গুঞ্জন বলা হতো না। শোবিজে কাজ করলে এমন কথা ছড়ায়—আমি গুরুত্ব দিই না।”
চরিত্রের প্রয়োজনে অনস্ক্রিনে নিজের চুল ফেলে অভিনয় করেছেন শুভ। তিনি বলেন— “চরিত্রটাকে সত্যি দেখাতে বাস্তব পরিবর্তন দরকার ছিল। তাই চুল ফেলার সিদ্ধান্ত নিই।”
অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে আগুনে দগ্ধ হওয়ার অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি। শুভ বলেন— “ইউনিটের আর্থিক ক্ষতি না হয় সেজন্য শুটিং বন্ধ করিনি। অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত থাকে।”শেষে তিনি জানান, নতুন বছরে দর্শকদের জন্য থাকছে বেশ কিছু চমকপ্রদ প্রজেক্ট।