তথ্যপ্রযুক্তি ডেস্ক :
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টাগ্রাম তার স্টোরি ফিচারে এনেছে বড় আপডেট। আগে কোনো স্টোরি রিশেয়ার করতে হলে ইউজারকে ট্যাগ বা মেনশন করতে হতো। নতুন আপডেটে সেই বাধা দূর করা হয়েছে। এখন থেকে পাবলিক অ্যাকাউন্টের যেকোনো স্টোরি আপনার প্রোফাইলে যুক্ত করতে পারবেন, ট্যাগ ছাড়াই।
নতুন সুবিধা আইওএস ও অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই চালু হয়েছে। স্টোরি দেখার সময় ব্যবহারকারীর সামনে ‘Add to Story’ অপশন দেখা যাবে। এটি চাপলেই স্টোরিটি আপনার স্টোরিতে যুক্ত হবে এবং সোর্স ক্রেডিট অটোমেটিক দেখাবে। এই ফিচারটি বিশেষ করে তথ্যভিত্তিক কনটেন্ট, ইভেন্ট, ট্রেন্ডিং স্টোরি, সংবাদ বা শিক্ষামূলক কনটেন্ট ছড়িয়ে দিতে সহায়ক হবে।
তবে সবাই চাইলে সব স্টোরি রিশেয়ার করতে পারবে না। ইনস্টাগ্রামে আছে নতুন প্রাইভেসি সেটিং— Allow Sharing to Story চালু থাকলে পাবলিক স্টোরি রিশেয়ার করা যাবে। বন্ধ রাখলে কেউই রিশেয়ার করতে পারবে না।
স্টোরি রিশেয়ার করার ধাপ:
১. ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন
২. যেকোনো পাবলিক স্টোরি দেখুন
৩. ‘Add to Story’ অপশন চাপুন
৪. স্টিকার, টেক্সট বা গিফ যোগ করুন
৫. শেয়ার বাটনে ক্লিক করুন, স্টোরি আপনার প্রোফাইলে পোস্ট হবে
সূত্র: লাইভমিন্ট