নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন—এমন বার্তা দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের প্রস্তুতির আহ্বান জানিয়েছেন।
ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের নেতা যেদিন দেশে পা রাখবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চাই। ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন বিভাগের সাংগঠনিক ইউনিটের হাজারের বেশি নেতা। মির্জা ফখরুল আরও বলেন, “বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে আমাদের নেতার চিন্তাভাবনা বাস্তবায়ন করা প্রয়োজন। বিএনপি আগামী নির্বাচনে পুরোপুরিভাবে জয়লাভ করবে। বাধা-বিপত্তি আসবেই, প্রচারণা চলবেই। তবে সবকিছু কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।”
মহাসচিবের মন্তব্য, বিএনপি কখনো পরাজিত হয় নি, পরাজিত হবে না। বিএনপি জনগণের দল, মুক্তিযুদ্ধের দল। দলের একতা ও জাতীয়তাবাদী দর্শনই সাফল্য আনবে।
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নতুন বাংলাদেশে নতুন নেতৃত্ব সৃষ্টির সুযোগ এসেছে। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ রয়েছে, যার নেতৃত্বে থাকবেন তারেক রহমান। দেশে উন্নয়নের পথে এগোনোর শক্তিকে জয়ের দিকে নিয়ে যেতে হবে।” মির্জা ফখরুল বলেন, এবারের নির্বাচন আওয়ামী লীগের আগের নির্বাচনের মতো নয়। বিজয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে, মানুষের মন জয় করতে হবে এবং ভোটকেন্দ্রে বিএনপির পক্ষে ভোট নিশ্চিত করতে হবে।