স্পোর্টস ডেস্ক :
ভারতের পেস বোলিং সুপারস্টার জাসপ্রিত বুমরাহ আন্তর্জাতিক ক্রিকেটের এলিট ক্লাবে যোগ দিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মঙ্গলবারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বুমরাহ আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।
ওড়িশার কটক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারতের ইনিংস ১৭৫ রানে শেষ হয়। লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ৭৪ রানে অলআউট হয়—মিনিমাম রেকর্ডের নতুন নাম লিখে। ভারতের পক্ষে বুমরাহসহ আর্শদীপ সিং, ভরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল প্রত্যেকে দুইটি করে উইকেট শিকার করেন।
এই কীর্তি বুমরাহকে আন্তর্জাতিক ক্রিকেটের মাত্র পঞ্চম বোলার হিসেবে পরিণত করেছে, যিনি তিন ফরম্যাটেই ন্যূনতম ১০০ উইকেট শিকার করেছেন। এর আগে এ কীর্তি গড়েছিলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, নিউজিল্যান্ডের টিম সাউদি, বাংলাদেশের সাকিব আল হাসান ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। তিন ফরম্যাট মিলিয়ে বুমরাহের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৪।
ম্যাচে হার্দিক পান্ডিয়াও ব্যাটিংয়ে ঝলক দেখান। মাত্র ২৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০টি ছক্কার কীর্তিও স্পর্শ করেন, চতুর্থ ভারতীয় হিসেবে।