January 7, 2026, 11:04 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

বহু বছর মেটাভার্সে মনোযোগ দেওয়ার পর আবার মূল পরিচয়ে ফিরছে ফেসবুক। ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগ অভিজ্ঞতা পুনর্গঠন করতে অ্যাপটিতে বড় পরিবর্তন আনা হচ্ছে—জানিয়েছে মেটা।

জেন–জেড ব্যবহারকারীদের মধ্যে মার্কেটপ্লেসের জনপ্রিয়তা বাড়লেও এতদিন ফিচারটি ‘More’ মেনুর ভেতরে লুকিয়ে ছিল। নতুন আপডেটে মার্কেটপ্লেসকে অ্যাপের নিচের নেভিগেশন বারে আনা হচ্ছে। এর পাশে থাকবে রিলস ও ফ্রেন্ডস ট্যাব।

যুক্তরাষ্ট্রে জেন–জেড ব্যবহারকারীদের অর্ধেকের বেশি নিয়মিত মার্কেটপ্লেস ব্যবহার করে। তরুণদের ধরে রাখতে এবার এই ফিচারকেই সামনে আনা হচ্ছে।

মার্কেটপ্লেস এখন বেশ জনপ্রিয়। যুক্তরাষ্ট্রে জেন–জেড ব্যবহারকারীদের অর্ধেকের বেশি এটি ব্যবহার করে। তরুণদের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর মাঝেও মার্কেটপ্লেসের ব্যবহার বাড়ছে। এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও ফিচারটি এতদিন অ্যাপের ‘More’ মেনুর ভেতরে লুকিয়ে ছিল।

নতুন আপডেটে এই অবস্থান বদলাচ্ছে। খুব দ্রুতই অ্যাপের নিচের নেভিগেশন বারেই দেখা যাবে মার্কেটপ্লেস। এর পাশে থাকবে রিলস ও ফ্রেন্ডস–সংক্রান্ত অপশন।

ইনস্টাগ্রামে রিলস ও মেসেজিং সবচেয়ে জনপ্রিয় ফিচার। সেই মডেলেই এবার ফেসবুকে বন্ধু-কেন্দ্রিক অভিজ্ঞতা জোরদার করা হচ্ছে। প্রোফাইল ট্যাব আগের জায়গায় থাকবে। ব্যবহারকারীরা চাইলে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন।

ছবি দেখার অভিজ্ঞতাতেও পরিবর্তন আসছে। ছবিতে ডাবল–ট্যাপ করে লাইক করা যাবে, একদম ইনস্টাগ্রাম স্টাইলে। ছবিগুলো একটি একরকম গ্রিডে সাজানো হবে। ক্লিক করলে ফুল–স্ক্রিনে দেখা যাবে।

সার্চেও আসছে পরিবর্তন। আরও ইন্টারঅ্যাকটিভ গ্রিড ডিজাইন যোগ হচ্ছে। ছবি ও ভিডিও দেখার জন্য আসছে ফুল স্ক্রিন ভিউয়ার। এতে সার্চ রেজাল্ট হারিয়ে না গিয়ে আরও গভীরভাবে কনটেন্ট দেখা যাবে।

স্টোরি বা সাধারণ পোস্ট তৈরি করা হবে আরও সহজ। মিউজিক যোগ করা, বন্ধু ট্যাগ করা— এসব টুল সামনে আনা হবে। সেটিংসও সহজ করা হচ্ছে। অডিয়েন্স সিলেকশন ও ক্রস–পোস্টিং সংক্রান্ত অপশন আরও স্পষ্টভাবে দেখা যাবে।

কমেন্ট সেকশনেও যুক্ত হচ্ছে নতুন সুবিধা। রিপ্লাই আরও সহজ হবে। ব্যাজ বেশি দৃশ্যমান হবে। পিনিং টুল যোগ হচ্ছে। ক্রিয়েটর ও গ্রুপ অ্যাডমিনদের জন্য মডারেশন টুল উন্নত করা হয়েছে। বিরক্তিকর মন্তব্য অ্যানোনিমাসভাবে রিপোর্ট করতে পারবেন সবাই।

ফিডে কোনও পোস্ট পছন্দ না হলে ব্যবহারকারীরা কারণ জানাতে পারবেন। এতে ফিড আরও ব্যক্তিগতকৃত হবে।

অনেক দিন পর ফেসবুক আবার বন্ধুত্ব নির্ভর ফিচার বাড়াচ্ছে। প্রোফাইলে যোগ করা যাবে আগ্রহ, শখ, ভ্রমণ তথ্যসহ আরও অনেক কিছু। আপনি কী দেখছেন, কী শুনছেন, কোথায় যেতে চান— এসব তথ্য দিয়ে মিল পাওয়া বন্ধুদের সঙ্গে সংযোগ বাড়ানোই লক্ষ্য।

আগে এসব পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে ফিডে চলে যেত। এবার ব্যবহারকারী চাইলে তা বন্ধ রাখতে পারবেন। এতে বিরক্তি কমবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

সব মিলিয়ে, ফেসবুক নতুন করে অভিজ্ঞতা সাজাচ্ছে। পরিবর্তনগুলো আগামী কয়েক সপ্তাহে সারা বিশ্বে চালু হবে। নেভিগেশন, সার্চ ও কমেন্ট–সংক্রান্ত কিছু পরিবর্তন থাকবে শুধু মোবাইল সংস্করণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *