নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম দফায় ১২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বেলা ১১টায় প্রকাশিত এ তালিকায় ঢাকা–১৭ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ডা. তাজনূভা জাবীন।
এই আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের জাতীয় পার্টি–বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের সঙ্গে।
ঢাকা–১৭ আসনটি গুলশান, বনানী, বারিধারা, ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী এবং মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।
তরুণ ও পেশাজীবীদের অগ্রাধিকার
এনসিপি জানিয়েছে, ধাপে ধাপে আরও আসনের নাম ঘোষণা করা হবে। প্রার্থী বাছাইয়ে দলটি এবার পরিবারকেন্দ্রিক নেতৃত্বের বাইরে গিয়ে রাষ্ট্রসংস্কারমুখী, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের অগ্রাধিকার দিয়েছে। মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছিল ৬ নভেম্বর। আগ্রহ বাড়ায় সময় বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়। এ সময়ে মোট ১,৪৮৪টি ফরম বিক্রি হয়। তবে আসন বণ্টন নিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কিছু অসন্তোষের কথাও শোনা যাচ্ছে।