নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা—মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া—পদত্যাগ করেছেন।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্র নেতাদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছিলেন দু’জনই। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিনজন ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত হন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান নাহিদ ইসলাম। প্রথমদিকে শ্রম উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ, পরে তাকে দেওয়া হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব।
অন্যদিকে, মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব নিলেও পরবর্তীতে তথ্য উপদেষ্টা পদে নিয়োগ পান। পদত্যাগের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।