স্পোর্টস ডেস্ক :
আইপিএলের আগামী নিলামে নাম নেই হ্যারি ব্রুকের। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের জন্য আইপিএল খেলতে পারবেন না ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক। ২০২৮ সালের আগে তিনি কোনো আইপিএল টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।
হ্যারি ব্রুক ২০২৩ সালে প্রথমবার আইপিএলে খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ১১ ম্যাচে ১৯০ রান করার পর ধারাবাহিকতা রাখতে পারেননি। ১৩ কোটি ২৫ লাখ রুপিতে কেনা ব্যাটারকে হায়দরাবাদ ছেড়ে দেয়।
২০২৪ সালের নিলামে দিল্লি ক্যাপিটালস তাকে ৪ কোটি রুপিতে কিনেছিল। কিন্তু পারিবারিক কারণে খেলতে পারবে না বলে আগে থেকেই জানিয়ে দেন। সর্বশেষ মেগা নিলামে ৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনলেও, শুরু হওয়ার কয়েক দিন আগে হঠাৎ সরে দাঁড়ানোর কারণে তাকে দুই বছরের জন্য সাসপেন্ড করা হলো।
আইপিএল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, দল পাওয়ার পর যুক্তিসঙ্গত কারণ ছাড়া সরলে ক্রিকেটারকে দুই বছর নিষিদ্ধ করা হয়। ব্রুক আইপিএলে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে এই শাস্তির মুখোমুখি হলেন।