বিনোদন ডেস্ক :
বিখ্যাত বলিউড গায়ক–অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ আবারও আলোচনায়—তবে এবার কারণ তার নতুন ছবির শুটিং সেটে সৃষ্টি হওয়া উত্তেজনা ও বিশৃঙ্খলা।
ইমতিয়াজ আলি পরিচালিত পরবর্তী ছবির শুটিং চলছিল গত ৯ ডিসেম্বর পাঞ্জাবের পাতিয়ালার কিলা চক এলাকায়। একটি গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করার সময় হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
উর্দু সাইনবোর্ড ও দোকান বন্ধের নির্দেশে ক্ষোভ
স্থানীয় গণমাধ্যম জানায়, শুটিং সেট সাজাতে প্রোডাকশন টিম আশেপাশের দোকানগুলোর সামনে উর্দু ভাষায় সাইনবোর্ড লাগায়। একই সঙ্গে সেটের স্বার্থে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
দোকানদাররা যখন দোকান খুলতে যান, তখন নিরাপত্তায় থাকা শুটিং ক্রুরা বাধা দেন। এ নিয়ে দোকানদারদের সঙ্গে শুরু হয় তীব্র বাগবিতণ্ডা। মুহূর্তেই সেখানে ভিড় বাড়তে থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে।
উত্তেজনা বেড়ে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি, তবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।