January 8, 2026, 2:18 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

করদাতাকে বাঁচিয়ে রাখতে হবে, জুলুম নয়: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, রাজস্ব সংগ্রহ এমনভাবে করতে হবে, যাতে করদাতারা টিকে থাকতে পারেন। কর আদায়ের নামে কোনো ধরনের হয়রানি বা জুলুম করা যাবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

বুধবার এনবিআর প্রধান কার্যালয়ে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি বলেন,
“রাজস্ব আহরণ মধু সংগ্রহের মতো। করদাতাই রাজস্বের উৎস—তাদের বাঁচিয়ে রাখতে হবে। সোনার ডিম পারা হাঁস মেরে ফেললে চলবে না।” অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

এনবিআর চেয়ারম্যান বলেন, ২০১২ সালে নতুন ভ্যাট আইনের মাধ্যমে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি না হওয়ার কারণ আইনটি আরও জটিল হয়ে যাওয়া। “ব্যবসায়ীরা ভ্যাট দেন না—তারা জনগণের কাছ থেকে ভ্যাট সংগ্রহ করেন মাত্র। এই মৌলিক বিষয়টি সঠিকভাবে প্রতিষ্ঠা করা প্রয়োজন,”—মন্তব্য করেন তিনি।

আয়করে বড় লিকেজ

আয়কর থেকে সবচেয়ে বেশি রাজস্ব আসার কথা থাকলেও সেখানে বড় ধরনের লিকেজ আছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন— “রাজস্ব বৃদ্ধির সবচেয়ে কার্যকর উপায় ডিজিটালাইজেশন। ৩২ বছর পরও আমরা পুরোপুরি সে জায়গায় পৌঁছাতে পারিনি।” তিনি আরও বলেন, দেশে ব্যবসায়ীরা কর প্রশাসনের পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় অনেকে বিদেশে বিনিয়োগের প্রতি ঝুঁকছেন। “যারা নিয়মিত কর দেন, তাদের যত্ন নিতে না পারলে বিনিয়োগ বাড়বে না,”—বলেন তিনি। ‘সময় মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’—এই প্রতিপাদ্য নিয়ে ঢাকাসহ সারাদেশে চলছে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের অনুষ্ঠানমালা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *