নিজস্ব প্রতিবেদক :
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, রাজস্ব সংগ্রহ এমনভাবে করতে হবে, যাতে করদাতারা টিকে থাকতে পারেন। কর আদায়ের নামে কোনো ধরনের হয়রানি বা জুলুম করা যাবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
বুধবার এনবিআর প্রধান কার্যালয়ে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি বলেন,
“রাজস্ব আহরণ মধু সংগ্রহের মতো। করদাতাই রাজস্বের উৎস—তাদের বাঁচিয়ে রাখতে হবে। সোনার ডিম পারা হাঁস মেরে ফেললে চলবে না।” অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
এনবিআর চেয়ারম্যান বলেন, ২০১২ সালে নতুন ভ্যাট আইনের মাধ্যমে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি না হওয়ার কারণ আইনটি আরও জটিল হয়ে যাওয়া। “ব্যবসায়ীরা ভ্যাট দেন না—তারা জনগণের কাছ থেকে ভ্যাট সংগ্রহ করেন মাত্র। এই মৌলিক বিষয়টি সঠিকভাবে প্রতিষ্ঠা করা প্রয়োজন,”—মন্তব্য করেন তিনি।
আয়করে বড় লিকেজ
আয়কর থেকে সবচেয়ে বেশি রাজস্ব আসার কথা থাকলেও সেখানে বড় ধরনের লিকেজ আছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন— “রাজস্ব বৃদ্ধির সবচেয়ে কার্যকর উপায় ডিজিটালাইজেশন। ৩২ বছর পরও আমরা পুরোপুরি সে জায়গায় পৌঁছাতে পারিনি।” তিনি আরও বলেন, দেশে ব্যবসায়ীরা কর প্রশাসনের পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় অনেকে বিদেশে বিনিয়োগের প্রতি ঝুঁকছেন। “যারা নিয়মিত কর দেন, তাদের যত্ন নিতে না পারলে বিনিয়োগ বাড়বে না,”—বলেন তিনি। ‘সময় মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’—এই প্রতিপাদ্য নিয়ে ঢাকাসহ সারাদেশে চলছে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের অনুষ্ঠানমালা।