নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১২৫টি আসনে প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণা করেছে।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সদস্য সচিব আখতার হোসেন তালিকা প্রকাশ করেন।
তিনি জানান, আজ প্রকাশিত প্রাথমিক তালিকার প্রার্থীদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে।
ঢাকা ও আশপাশের আসন
ঢাকা-১: মো. রাসেল আহমেদ, ঢাকা-৪: ডা. জাহিদুল ইসলাম, ঢাকা-৫: এস এম শাহরিয়ার, ঢাকা-৭: তারেক আহম্মেদ আদেল, ঢাকা-১২: নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-১৩: আকরাম হুসাইন, ঢাকা-১৫: অবসরপ্রাপ্ত মেজর মুহাম্মদ আলমগীর ফেরদৌস, ঢাকা-১৭: ডা. তাজনূভা জাবীন, ঢাকা-১৮: নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৯: ফয়সাল মাহমুদ শান্ত, ঢাকা-২০: ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ
সারাদেশের নির্বাচনী প্রার্থীরা (কিছু উদাহরণ)
চট্টগ্রাম:
চট্টগ্রাম-৬: মহিউদ্দিন জিলানী, চট্টগ্রাম-৮: মো. জোবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম-৯: মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু, চট্টগ্রাম-১০: সাগুফতা বুশরা মিশমা
রাজশাহী ও উত্তরাঞ্চল:
রংপুর-১: মো. আল মামুন, কুড়িগ্রাম-১: মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম-২: ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩: ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি, গাইবান্ধা-৩: মো. নাজমুল হাসান সোহাগ, জয়পুরহাট-১: গোলাম কিবরিয়া
ময়মনসিংহ:
ময়মনসিংহ-১: মো. আবু রেহান, ময়মনসিংহ-৩: কবি সেলিম বালা, ময়মনসিংহ-৫: মিয়াজ মেহরাব তালুকদার
কুমিল্লা:
কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৬: নাভিদ নওরোজ শাহ
খুলনা ও দক্ষিণবঙ্গ:
খুলনা-১: মো. ওয়াহিদ উজ জামান, খুলনা-২: ফরিদুল হক, পটুয়াখালী-১: অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা
চট্টগ্রাম উপকূল ও পার্বত্য জেলা:
কক্সবাজার-১: মো. মাইমুল আহসাম খান, কক্সবাজার-২: আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, খাগড়াছড়ি: অ্যাডভোকেট মনজিলা সুলতানা, রাঙামাটি: প্রিয় চাকমা, বান্দরবান: মংসা প্রু চৌধুরী
এছাড়াও দেশের অন্যান্য উপজেলা ও জেলা ভিত্তিক মনোনয়ন ধাপে ধাপে প্রকাশ করা হবে। এনসিপি জানিয়েছে, প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় তারা যুব, শিক্ষিত ও নীতিনিষ্ঠ নেতাদের গুরুত্ব দিয়েছেন।