বিনোদন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’–এর সিক্যুয়েল মুক্তির অপেক্ষা শেষ হতে চলেছে। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা আজও দর্শকদের মনে উজ্জ্বল স্মৃতি হিসেবে রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছর পর এবার আসছে দ্বিতীয় পর্বের সুখবর। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক রাজকুমার হিরানি সিক্যুয়েলের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন।
সিক্যুয়েলে মূল কাস্টিং অপরিবর্তিত থাকবে। র্যাঞ্চোর চরিত্রে দেখা যাবে আমির খান, আর তার বিপরীতে কারিনা কাপুর থাকছেন পিয়ার চরিত্রে। র্যাঞ্চোর দুই প্রিয় বন্ধু রাজু রস্তোগি ও ফারহান চরিত্রে ফের জুটি বাঁধছেন যথাক্রমে শরমন যোশি ও আর মাধবন। বর্তমানে চিত্রনাট্য শেষ পর্যায়ে রয়েছে।
প্রথম ছবির শেষে নিজের বিয়ের আসর থেকে পালিয়ে র্যাঞ্চোর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন পিয়া। সিক্যুয়েলের গল্প সেখান থেকে শুরু হচ্ছে কি না, তা নিশ্চিত নয়। তবে জানা গেছে, তিন বন্ধুর নতুন অ্যাডভেঞ্চার দর্শকদের অপেক্ষা করছে। এছাড়াও পরিচালক রাজকুমার হিরানি স্পেশাল কৌতুকরস অন্তর্ভুক্ত করেছেন।
আমির খানের দাদাসাহেব ফালকের বায়োপিক প্রজেক্ট সাময়িকভাবে স্থগিত রেখে এই সিক্যুয়েলের কাজ সম্পন্ন করা হচ্ছে। পরিচালক অনেক আগেই সিনেমার পরিকল্পনা করেছিলেন, তবে সঠিক সময়ের অপেক্ষা করেছিলেন।
সূত্রের খবর, আগামী ২০২৬ সালে পর্দায় ফিরছেন আমির-কারিনা, শরমন-মাধবন–সহ পুরো দল।