নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের খেলাপি ঋণ সম্পর্কিত তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংককে প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)–এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা জানানো হয়। বৈঠকে বলা হয়, শিগগিরই ব্যাংকগুলোকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে যাতে খেলাপি ঋণের হালনাগাদ তথ্য সংগ্রহ করা যায়।
ঋণ শ্রেণিকরণ ও তথ্য হালনাগাদ
নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলোকে ঋণ শ্রেণিকরণ সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। সব ঋণের সঠিক অবস্থা ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)–এর ডেটাবেজে তুলে ধরতে হবে। এছাড়া, বার্ষিক ফি, নবায়ন ফি বা লেনদেন বহির্ভূত বকেয়া চার্জের কারণে যেসব ঋণকে খারাপ হিসেবে শ্রেণিকরণ করা হয়েছে, সেগুলো সংশোধন করারও নির্দেশ দেওয়া হয়েছে।