January 7, 2026, 11:03 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

বিশ্বে প্রথম সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া

বিশ্বে প্রথম সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের নিচের শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া। বুধবার স্থানীয় সময় মধ্যরাত থেকে দেশটিতে টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকসহ গুগল ও মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

সরকারের নতুন আইনে দেশটির শীর্ষ ১০টি ডিজিটাল প্ল্যাটফর্মকে শিশুদের অ্যাক্সেস নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কোম্পানি এ নির্দেশ অমান্য করলে সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার (প্রায় ৩৩ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা দিতে হবে।

অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে প্রযুক্তি কোম্পানিগুলো সমালোচনা করলেও শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো এটিকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছে। শিশুদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য ও গোপনীয়তা রক্ষায় এই আইন কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সরকার।

বিশ্বজুড়ে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে চলমান উদ্বেগের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে অনেকেই অন্য দেশের জন্য ‘নমুনা নীতি’ হিসেবে দেখছেন।

কার্টিন বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট স্টাডিজের অধ্যাপক তামা লিভার বলেন, “অস্ট্রেলিয়া প্রথম হলেও শেষ নয়। বিশ্বজুড়ে সরকারগুলো এখন দেখছে কীভাবে বড় প্রযুক্তি কোম্পানির ক্ষমতা নিয়ন্ত্রণে আনা যায়। এই নিষেধাজ্ঞা মূলত ভবিষ্যতের দিকনির্দেশক ইঙ্গিত।”

গত এক বছর ধরে এ বিষয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত বিতর্কের মধ্যেই কঠোর আইন কার্যকর করেছে দেশটি। বিশ্লেষকদের মতে, এটি একটি ‘পরীক্ষামূলক পদক্ষেপ’, যার ফলাফল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বিশ্বের অন্যান্য দেশ।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *