আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের নিচের শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া। বুধবার স্থানীয় সময় মধ্যরাত থেকে দেশটিতে টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকসহ গুগল ও মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।
সরকারের নতুন আইনে দেশটির শীর্ষ ১০টি ডিজিটাল প্ল্যাটফর্মকে শিশুদের অ্যাক্সেস নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কোম্পানি এ নির্দেশ অমান্য করলে সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার (প্রায় ৩৩ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা দিতে হবে।
অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে প্রযুক্তি কোম্পানিগুলো সমালোচনা করলেও শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো এটিকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছে। শিশুদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য ও গোপনীয়তা রক্ষায় এই আইন কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সরকার।
বিশ্বজুড়ে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে চলমান উদ্বেগের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে অনেকেই অন্য দেশের জন্য ‘নমুনা নীতি’ হিসেবে দেখছেন।
কার্টিন বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট স্টাডিজের অধ্যাপক তামা লিভার বলেন, “অস্ট্রেলিয়া প্রথম হলেও শেষ নয়। বিশ্বজুড়ে সরকারগুলো এখন দেখছে কীভাবে বড় প্রযুক্তি কোম্পানির ক্ষমতা নিয়ন্ত্রণে আনা যায়। এই নিষেধাজ্ঞা মূলত ভবিষ্যতের দিকনির্দেশক ইঙ্গিত।”
গত এক বছর ধরে এ বিষয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত বিতর্কের মধ্যেই কঠোর আইন কার্যকর করেছে দেশটি। বিশ্লেষকদের মতে, এটি একটি ‘পরীক্ষামূলক পদক্ষেপ’, যার ফলাফল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বিশ্বের অন্যান্য দেশ।
সূত্র: রয়টার্স